ঈদ উপলক্ষে রাজধানীর আবাসিক এলাকা ও শপিংমলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে বেসরকারি নিরাপত্তাকর্মীরা। তারা ‘অক্সিলিয়ারি ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানীর মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকবে। এ কারণে নিরাপত্তা জোরদার করতে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের গ্রেফতারের অনুমতিও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিতে পারবে না। কারও বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার ঈদে রাজধানীবাসীকে তাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
Leave a Reply