বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের ১০ উইকেটে জয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫ Time View

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দুই ঘণ্টা দেরিতে, ওভার কমে ৭টি।

কুয়ালালামপুরে ‘গ্রুপ-১’ থেকে উইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারে মাত্র ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের ক্ষুদে প্রতিনিধিরা।

জুরিয়া ফেরদৌস ২৮ বলে ২৫ ও ফাহোমিদা ছোঁয়া ২৫ বলে ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। উইন্ডিজ মেয়েরা অতিরিক্ত রান দেয় ১৬টি। তাতে জয় আরও সহজ হয় বাংলাদেশের জন্য।

এর আগে নিশিথা আক্তার নিশিদের তোপে সুবিধা করতে পারেনি উইন্ডিজ ব্যাটাররা। ১৬ বলে সর্বোচ্চ ২৩ রান করে অমৃতা রামাথাল। ১৩ রান করেন নাইজিন্নি কামব্রিবেচ ও ১১ রান আসে আসাবি ক্যালেন্ডারের ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।

বাংলাদেশের হয়ে নিশি সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১ উইকেট নেন জান্নাতুল মাওয়া।

সুপার সিক্সে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া ও ভারত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

Subscribe to Our Newsletter

Aenean massa feugiat imperdiet a scelerisque et morbi tempus massa tincidunt vitae libero aenean tincidunt molestie.

[sureforms id='1953']