এডিনবরা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্কটল্যান্ড শাখার উদ্যোগে এডিনবরার কস্টরপিন (এফসি) ক্লাবে গত সপ্তাহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক জনাব আব্দুল মুহিত খান বাদশা। সঞ্চালনা করেন সাইপ্রাস বিএনপির সাবেক সভাপতি ও স্কটল্যান্ড বিএনপির সাবেক কমিটির সদস্য এম এ ওয়াহাব ভূঁইয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কটল্যান্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মিয়া লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার পারভেজ জুয়েল, সাবেক অর্থ সম্পাদক আলম হোসেন, সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছুর রহমান, আসাদ মিয়া, জাহিদ হোসেন, সাদেক মিয়া, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, রাব্বি মিয়া, লিংকন, শান আলীসহ প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ ও সমাজসেবীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আহ্বায়ক কমিটির সদস্য জনাব তাজুল ইসলাম নান্না এবং তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হবে।
ব্যবসায়ী জাহিদ হোসেন তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগ ও ফ্যাসিস্ট সরকারের অপকর্মের কথা তুলে ধরেন। আলম হোসেন বলেন, “দেশবাসী এবং প্রবাসী সবাইকে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।” মনোয়ার হোসেন জুয়েল দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্য বক্তারা বিএনপির নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে আব্দুল মুহিত খান বাদশা বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত দেশপ্রেমিক এবং স্বাধীনতার ঘোষক। তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার সময় নিজের জন্য কিছু রেখে যাননি। তাঁর উত্তরসূরী তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশকে আগামীর স্বপ্নের পথে নিয়ে যাবেন।”
তিনি শহীদ জিয়ার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকল দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় প্রবাসী ও দেশীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply