জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখার দাবিতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, ইসির বক্তব্য সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ নাগরিক সেবা একীভূত করে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া তৈরি করেছে, যাতে এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন এবং ইউনিক আইডিসহ বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রস্তাবের বিরোধিতা করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে আন্দোলনে নামে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।
গত বৃহস্পতিবার তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্মারকলিপি প্রদান করেন। অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা দাবি আদায়ের জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তাদের দাবি না মানা হলে কর্মবিরতি ও মানববন্ধনের মতো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
Leave a Reply