আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে এক উত্তপ্ত বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনার মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর। তবে বৈঠকটি শুরুর কিছুক্ষণ পরেই দুই নেতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত চুক্তিকে অনিশ্চয়তার মুখে ফেলে দেয়।
সূত্র জানায়, বৈঠকের একপর্যায়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে জেলেনস্কিকে বলেন, “একটি চুক্তি করুন, নইলে আমরা বেরিয়ে যাই।” জবাবে জেলেনস্কি বলেন, “আমরা নিজেদের দেশেই আছি। (যুদ্ধের) পুরো সময় আমরা দৃঢ়তার সঙ্গেই আছি। আপনাদের সাহায্যের জন্য আমরা এমনকি ধন্যবাদও জানিয়েছি।”
ট্রাম্প আরও বলেন, “আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্তু আপনাকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতেই হবে, নয়তো আমরা আর আপনাদের সঙ্গে নেই। ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে।”
বৈঠকের উত্তেজনা এতটাই বৃদ্ধি পায় যে, পূর্বনির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল করা হয়। এরপর হতাশ জেলেনস্কি হোয়াইট হাউস ত্যাগ করেন।
এই বৈঠকের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে পোস্ট করে বলেন, “ট্রাম্প ও ভান্স কীভাবে জেলেনস্কিকে আঘাত করা থেকে বিরত থাকলেন, সেটাই অবাক করার মতো।”
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে এক্স (টুইটার)-এ পোস্ট করেন, “অবশেষে উদ্ধত শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে।”
এই বৈঠকের পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনিশ্চিত হয়ে পড়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য আরও সংকট সৃষ্টি করতে পারে।
[…] পররাষ্ট্রমন্ত্রী ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্… অমর একুশে বইমেলা ২০২৫ শেষ: প্রকাশিত […]