সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধিন মোল্লারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খিত্তা খালপার গ্রামের একমাত্র সামাজিক সংগঠন খালপার জাগরণী জনকল্যাণ সমিতির ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন গত ২৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়। ১২৩ জন ভোটারের মধ্যে ১১৪ জন ভোটার ভোট প্রদান করেন।
সভাপতি পদে সালাউদ্দিন মান্না ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর হোসেন রুহেল পান ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আমিনুর রহমান স্বপন ৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আহমদ পান ২৬ ভোট।
৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক- বদরুল ইসলাম, প্রচার সম্পাদক- ইমদাদুল ইসলাম জুমাদ, অর্থ সম্পাদক- সুমিম আহমদ, ক্রীড়া সম্পাদক- আব্দুল সালিম শাফি,
নির্বাচন পরিচালনা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ হচ্ছেন : প্রিজাইডিং অফিসার / নির্বাচন কর্মকর্তা ও
নিবাচন পরিদর্শক ও ফলাফল ঘোষণা করেন- ছালেহ আহমদ, সদস্য যাচাই- গণিউল ইসলাম, লায়েক আহমদ, ব্যালট বিতরণ- খালেদুর রহমান খালেদ, সদস্য প্রবেশাধিকার অনুমতি- ছাইফ আহমদ, মাজহারুল ইসলাম, রিপন আহমদ, হাতের আঙুলে মার্কিং- মুরাদ আহমদ, রাজিব আহমদ, ফল ঘোষণা অনুষ্ঠান পরিচালনা ও সহায়তা করেন- তামিম আহমদ ও সুমিম আহমদ।
নির্বাচনে গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ, স্থানীয় বিশিষ্টজন ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— হাজী লিয়াকত আলী, নায়েক শেখ সিরাজ উদ্দিন, হাবিবুল ইসলাম, শাহাবুদ্দিন মিয়া, নাদিম আহমদ, শামিম আহমদ, পারভেজ আহমদ, শহিদ মিয়া, মুহিব মিয়া, আলাল মিয়া, রাহেল আহমদ, নিজামুল ইসলাম এবং এমদাদুল হক রাজু (মেম্বার)।
শেষে উপস্থিত সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি হাজী লিয়াকত আলী।
উল্লেখ্য, নির্বাচিত সদস্যবৃন্দ ও উপদেষ্টা পর্ষদের সঙ্গে পরামর্শক্রমে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে। আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে পুরাতন কমিটি নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে এবং শপথ পাঠের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে।
Leave a Reply