বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হলো নবগঠিত যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা। রোববার (১৮ আগস্ট ২০২৫) এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
পরিচিতি সভার অন্যতম আকর্ষণ ছিল খালেদ জামালের নেতৃত্বে আসা বিশাল মিছিল। তাঁর নেতৃত্বে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাস অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন,
“তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা একটি আধুনিক, আত্মনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যুবদলকে এই সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সভায় বক্তারা নবগঠিত যুক্তরাজ্য যুবদল কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং প্রবাস থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply