বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি সুফিয়া কামাল হল শাখায় ৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদা সুলতানা। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হয়েছেন জাকিয়া সুলতানা আলো, আর যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন তাসনিম আরা বিভা।
এছাড়াও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিয়া জান্নাত চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন: দেবযোতি সিফা, ইনিতা জাহান অর্ণি এবং তামিমা সিদ্দিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী উক্ত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব যৌথভাবে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।
কমিটিকে অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন
Leave a Reply