শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৬০ বছরে প্রেমের স্বীকৃতি, নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন আমির খান কর্মবিরতি প্রত্যাহার করলেন চিকিৎসকরা, তবে চলবে ক্লাস বর্জন ফেসবুক লাইভে ধর্ষণের হুমকি, আইনি পদক্ষেপ নিলেন সিঁথি লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তাল বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম নন-এমপিও শিক্ষকদের আন্দোলনে সাড়া দিল সরকার, এমপিওভুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিল কানাডা স্বাধীনতা পুরস্কার ২০২৫: মুক্তিযুদ্ধের নায়ক ওসমানীকে ছাড়াই চূড়ান্ত তালিকা নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ চালু করল হটলাইন সেবা উত্তরায় নিজ বাসায় খুন হলেন হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগ, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ড. আনিসুজ্জামান

প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগ, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ড. আনিসুজ্জামান

  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫ Time View
Spread the love

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ড. আনিসুজ্জামান চৌধুরী। তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং রুলস অব বিজনেস অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। এ পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘‘আনিসুজ্জামান চৌধুরী একজন দক্ষ অর্থনীতিবিদ। তিনি পুঁজিবাজার, আর্থিক খাতের সংস্কার এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করবেন। তার দায়িত্ব ও কার্যপরিধি (টিওআর) চূড়ান্ত করা হতে পারে মঙ্গলবার।’’

ড. আনিসুজ্জামান চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) সাবেক প্রধান অর্থনীতিবিদ ছিলেন। জাতিসংঘের বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন।

অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ৩০টির বেশি বই লিখেছেন এবং আন্তর্জাতিক মানের জার্নালে তার ১০০টিরও বেশি গবেষণা প্রকাশিত হয়েছে। এছাড়া, ‘জার্নাল অব দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমি’-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত ‘‘বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার: গৃহীত পদক্ষেপ, চ্যালেঞ্জ ও করণীয়’’ শীর্ষক বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এতদিন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..