বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো ফারজানা সিঁথি এবার আইনের দ্বারস্থ হয়েছেন। টিকটকার খালেদ মাহমুদ হৃদয় খানের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ এনে মামলা করেছেন তিনি।
সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে সিঁথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয়। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে সিঁথির জীবনযাপন, পোশাক-আশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং অন্যদেরও এমন হুমকি দিতে উদ্বুদ্ধ করেন। এখানেই শেষ নয়—তিনি ঘোষণা দেন, সিঁথিকে ধর্ষণ করলে পুরস্কার দেওয়া হবে!
ঘটনার বিষয়ে সিঁথি জানান, “২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেয়। তবে তখন লাইভটি আমি দেখিনি। সম্প্রতি সেটি নজরে আসে। অনেকেই এটি দেখে ফেলেছেন, ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে। আমি অনিরাপদ বোধ করছি। তাই আইনের আশ্রয় নিয়েছি।”
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১১ মার্চ) রাতে তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
উল্লেখ্য, সিঁথিকে সর্বশেষ হাবিব ওয়াহিদের জনপ্রিয় মিউজিক ভিডিও ‘একলা মানুষ’-এ মডেল হিসেবে দেখা গেছে। তবে এবার তিনি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে—নিজের নিরাপত্তা ও সম্মান রক্ষায় আইনের দ্বারস্থ হয়ে।
এই ঘটনার পর নেটিজেনদের একাংশ সিঁথির পাশে দাঁড়িয়েছেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে, এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply