পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা সময়ই বলে দেবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে শুধু নতুন নেতৃত্ব এলেই সব সমস্যার সমাধান হবে, এমনটি নয়।
রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমালোচনা থাকাই স্বাভাবিক।
লোডশেডিং প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, শুধু বিদ্যুৎ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করলেই হবে না, আর্থিক সক্ষমতার দিকটিও বিবেচনায় নিতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, এসির তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply