শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।
মঙ্গলবার (১১ মার্চ) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন— ‘শাহবাগিদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক’, ‘শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি। পরে তারা মিছিল নিয়ে রায় সাহেব বাজার হয়ে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা লাকি আক্তারসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, “শাহবাগ এখন ঘৃণার প্রতীক। লাকি আক্তারদের পরিকল্পিতভাবে মাঠে নামানো হয়েছে। জগন্নাথের মাটি থেকে তাকে চিরতরে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।”
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, “২০১৩ সালে যারা শাহবাগে আন্দোলন করেছিল, তারা আবার নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, নয়তো আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৌফিক বলেন, “দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, কিন্তু এবার তা সফল হবে না। আমরা শাহবাগের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবো।”
শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লাকি আক্তারসহ ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, শাহবাগবিরোধী আন্দোলন আরও তীব্র করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
Leave a Reply