শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সঙ্গে সাক্ষাতে এ অনুরোধ জানান তিনি। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সকল নৃশংসতা যথাযথভাবে নথিভুক্ত করা প্রয়োজন। সত্য জানা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এগুলো ডকুমেন্টেশন করা জরুরি।”
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানান, মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো যথাযথভাবে নথিভুক্ত করতে বাংলাদেশের সক্ষমতা গড়ে তুলতে জাতিসংঘ কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, “সত্য জানা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই ক্ষত নিরাময়ের প্রক্রিয়া শুরু হয়।”
এছাড়া, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামী ৫ মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন উপস্থাপন করবেন বলে জানা গেছে।
জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর জাতিসংঘের আবাসিক সমন্বয়ক আরও জানান, আগামী ১৩-১৬ মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা সংকট বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু অর্থ সংকটের কারণে ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।”
এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ প্রসঙ্গে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, “ফ্যাসিবাদী আমলের সমস্ত অন্যায়-অবিচার বিশ্ব দরবারে তুলে ধরা হবে।”
Leave a Reply