আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার বিচারের রায়ে তিনি সন্তুষ্ট হলেও বিস্মিত নন। তিনি জানান, তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের কাছে আবারও চিঠি দেওয়া হবে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাসসহ অন্যদের কথা তার মনে পড়ছে। তার মতে, এ রায় তাদের বিদেহী আত্মাকে কিছুটা শান্তি দেবে এবং শোকসন্তপ্ত পরিবারগুলিও সামান্য সান্ত্বনা পেতে পারে। তিনি ব্যক্তিগতভাবে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে থাকা প্রমাণ “তাজা, অকাট্য ও বিস্তৃত”—যা বিশ্বের যেকোনো আদালতে সর্বোচ্চ শাস্তির উপযুক্ত।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যদি ভারত সরকার তাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তা বাংলাদেশের প্রতি “শত্রুতামূলক ও নিন্দনীয় আচরণ” হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও বলেন, একটি বিচার সম্পন্ন হয়েছে, এবং সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত বিচার কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।
Leave a Reply