চারপাশে করোনা আতঙ্ক। কে কখন আক্রান্ত হয় বলা মুশকিল। তবে একটু সতর্ক হলেই এড়ানো যায় এই ভাইরাস। যেমনটা বললেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমও।
রোববার (১৫ মার্চ) মিরপুরে করোনা নিয়ে কথা বলতে গিয়ে দেশবাসীকে অনুরোধ জানিয়ে মুশফিক বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে দেখেছি মাঠে দর্শক কেউ নেই। বল গ্যালারিতে যাচ্ছে, লকি ফার্গুসন নিজে গিয়ে বল কুড়িয়ে আনছে। সেখানে বাংলাদেশের মানুষ তো ক্রিকেট পাগল। তারা যেন সচেতন থাকেন। গ্যালারিতে বসলেও যেন দূরত্ব বজায় রাখেন। মাস্ক ব্যবহার যেন করেন সবাই। একজনের হলে অন্যজন আক্রান্ত হতে পারে। আমি মনে করি, তাদের অবশ্যই সচেতন থাকা উচিত। তারা যদি আমাদের ভালোবাসতে পারে, আমাদেরও তাদের ভালোবাসা উচিত। আমার অনুরোধ থাকবে, সবাই যেন সচেতন থাকেন।’
এ দিকে প্রিমিয়ার লিগের অনুশীলনে এসে গাজি গ্রুপ অধিনায়ক মাহমুদউল্লাহও বাংলাদেশের মানুষদের করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে বলেছেন, ‘আমার মনে হয় কম বেশি সবাই এটা সম্পর্কে সচেতন। কারণ প্রতিষেধক তো এই মুহূর্তে সেভাবে নেই, যতটুকু আমরা নিজেদের সাবধানে রাখতে পারি, আমরা নিজেরা যতটুকু হাত ধোয়ার অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন ওই জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখতে পারি। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ। এসব খেয়াল রাখলে সবার জন্যই ভালো। যেহেতু ক্রিকেট জগতে সবাই কম বেশি একজন আরেকজনকে চিনি, তো সবাইকে যদি এই বার্তাটা দিতে পারি, একজন আরেকজনের ব্যাপারে সতর্ক হই, সচেতন হই তাহলে মানে সবার জন্য ভালো।’
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবালও, ‘সবার একটু সতর্ক থাকতে হবে। যদি দেখা যায় হাত ধরার দরকার নেই, তাহলে দরকার নেই। সবাই এটা বুঝতে পারছে যে এটা সবার ভালোর জন্যই করা হচ্ছে। একটু সতর্ক থাকতে হবে আমাদের। সতর্ক থাকলে সবার জন্য ভালো।’
Discussion about this post