রাজনীতিতে প্রবেশের পর থেকেই ডা. তাসনিম জারা নানা বিতর্ক ও গুজবের শিকার হচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সমকামিতার প্রচারক বা ‘গে অ্যাক্টিভিস্ট’ হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (জানাপা) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে এই গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ডা. জারা বলেন,
“রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দাবি করা হচ্ছে, আমি ব্র্যাকের সঙ্গে এই কাজ করি। কিন্তু সত্য হচ্ছে, আমি ব্র্যাকের সঙ্গে শুধু স্বাস্থ্যসচেতনতামূলক কাজ করেছি।”
তিনি আরও বলেন, “আমি চাই, সবাই সত্যটা জানুক এবং যাচাই করুক। আমি যা করেছি, তা এক বছর ধরে প্রকাশ্যে আছে।”
ডা. জারা তার পোস্টে তিনটি ভিডিওর কথা উল্লেখ করেন, যা SRHR (Sexual and Reproductive Health and Rights) নিয়ে সচেতনতা তৈরির জন্য তৈরি করা হয়েছিল।
✔️ অনিয়মিত মাসিক: মেয়েদের মাসিক অনিয়মিত হলে করণীয় নিয়ে সচেতনতা বৃদ্ধির ভিডিও।
🔗 ভিডিও লিংক
✔️ স্বপ্নদোষ: এটি কতবার হওয়া স্বাভাবিক এবং এ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার ভিডিও।
🔗 ভিডিও লিংক
✔️ মানসিক স্বাস্থ্য: কিশোর-কিশোরীদের মানসিক চাপ কমানোর বৈজ্ঞানিক পদ্ধতি শেখানোর ভিডিও।
🔗 ভিডিও লিংক
ডা. জারা বলেন, যারা তার এই স্বাস্থ্যসচেতনতামূলক কাজকে সমকামিতার প্রচারণা হিসেবে উপস্থাপন করছে, তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়।
তিনি বলেন, “এই তিনটি ভিডিওর কমেন্ট পড়লেই বোঝা যাবে, এগুলো দেখে কত মানুষ উপকৃত হয়েছে। অথচ কিছু ব্যক্তি এটিকে বিকৃতভাবে উপস্থাপন করছে।”
ডা. তাসনিম জারা আরও বলেন,
“ব্র্যাকের সঙ্গে কাজ করা মানে কি গে অ্যাক্টিভিস্ট হওয়া? আমার কাজ ছিল স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা, যা দীর্ঘদিন ধরে উন্মুক্তভাবে প্রকাশিত আছে। কিন্তু এখন এটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে শুধু আমাকে হেয় করার জন্য।”
তিনি আরও জানান, ব্র্যাকের সঙ্গে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং করোনাকালীন স্বাস্থ্যসেবা নিয়েও কাজ ছিল।
ডা. তাসনিম জারা স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনো গুজবের কাছে হার মানবেন না।
তিনি বলেন, “কিছু লোক চায় আমি রাজনীতি ছেড়ে দিই। কিন্তু আমি জানি, এই গুজবের বিরুদ্ধে লড়াই করতেই হবে।”
✔️ আপনি কি মনে করেন, এটি শুধুই অপপ্রচার?
✔️ রাজনীতিতে নতুন মুখ এলে কি সবসময় গুজব ছড়ানো হয়?
কমেন্টে জানান, আপনার ভাবনা! ⬇️
Leave a Reply