বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার তার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল যে তিনি নতুন সম্পর্কে রয়েছেন। অবশেষে, ৬০তম জন্মদিনের প্রাক্কালে নিজেই স্বীকার করলেন প্রেমের কথা, পরিচয় করিয়ে দিলেন তার বিশেষ একজনকে—গৌরি।
শুক্রবার, নিজের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আমির খান। সেখানেই প্রথমবার প্রেমিকা গৌরিকে মিডিয়ার সামনে নিয়ে আসেন তিনি। জানালেন, তাদের পরিচয় ২৫ বছর আগের হলেও, প্রেমের সম্পর্ক শুরু হয়েছে দেড় বছর আগে।
আমির বলেন, “গৌরি আর আমি ২৫ বছর আগে প্রথম দেখা করেছি, তবে এখন আমরা একসঙ্গে। আমরা একে অপরের প্রতি খুবই সিরিয়াস ও প্রতিশ্রুতিবদ্ধ।”
এই সম্পর্কে তার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল, সে প্রসঙ্গেও খোলাখুলি কথা বলেন আমির। জানান, তার সন্তানরা তার সিদ্ধান্তে খুশি। এমনকি, বৃহস্পতিবার নিজের মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরির পরিচয় করিয়েছেন তিনি।
গৌরির পেশাগত জীবন সম্পর্কেও তথ্য দেন আমির। জানান, গৌরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। প্রেমিকার জন্য নিজের ভালোবাসার প্রকাশ ঘটাতে প্রতিদিন তার জন্য গানও গাইছেন বলে জানান এই অভিনেতা।
নিজের আইকনিক সিনেমা লগান-এর প্রসঙ্গ টেনে আমির বলেন, “ভুবন অবশেষে তার গৌরিকে পেয়েছে।” সিনেমাটিতে গ্রেসি সিং অভিনীত গৌরি চরিত্র ভুবনের প্রেমে পড়েছিল, যা এখন বাস্তবেও যেন মিল খুঁজে পাচ্ছে।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রেমিকার জন্য জনপ্রিয় গান “কভি কভি মেরে দিল মে” গেয়ে শোনান আমির।
বিয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আমির খান বলেন, “আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য ঠিক হবে কি না। তবে আমার সন্তানরা খুব খুশি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ আমার প্রাক্তন স্ত্রীদের সঙ্গেও সম্পর্ক ভালো আছে।”
প্রসঙ্গত, আমির খান প্রথমে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেন, যাদের দুই সন্তান—জুনাইদ ও ইরা। এরপর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে সংসার পাতেন তিনি, কিন্তু ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে এখনও তারা ছেলে আজাদের কো-প্যারেন্টিং করছেন।
আমির খানের এই নতুন সম্পর্ক নিয়ে বলিউডে এখন আলোচনা তুঙ্গে। এবার দেখার পালা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় গিয়ে দাঁড়ায়।
Leave a Reply