Thursday, December 12, 2024
Home সারাদেশ হেতিমগঞ্জ আইডিয়াল মাদ্রাসার পবিত্র কোরআন প্রশিক্ষণ সম্পন্ন

হেতিমগঞ্জ আইডিয়াল মাদ্রাসার পবিত্র কোরআন প্রশিক্ষণ সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় মাহে রামাদ্বান উপলক্ষে মাস ব্যাপি মহাগ্রন্থ আল কোরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৭ এপ্রিল রবিবার দুপুরে ক্বেরাত, হামদ-নাত ও তাজবীদ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জামেয়র ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মাজিদ এর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহিবুল্লাহ হোসনেগীর। অনুষ্ঠানে কৈলাশ শাহনুর মাদ্রাসার ইংরেজি প্রভাষক বাহার উদ্দিন বাহার, হেতিমগঞ্জ জামেয়ার শিক্ষক আকমান আলী, আব্দুল আহাদ চৌধুরী কাওসার, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমরান আহমদ।
ক্বেরাত, হামদ-নাত ও তাজবীদ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহাগ্রন্থ আল কুরআন মানব জাতির জীবন বিধান। তাই আল্লাহ কুরআন শিক্ষাকে মুসলমানদের জন্য ফরজ করেছেন। প্রত্যেক মুসলমানকে আবশ্যই বিশুদ্ধ ভাবে কুরআন পড়া শিখতে হবে। কুরআনের শাসন বাস্তবায়ন করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। তিনি আল্লাহ প্রদত্ত আইন-কানুন ও রাসুল সাঃ এর দেখনো পদ্ধতি মেনে জীবন পরিচালনার জন্য সবাইকে আহবান জানান। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments