আল মনির ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ মাওলানা আশরাফুল মৌলার সর্বাত্মক প্রচেষ্টায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুর রাউতকান্দি গ্রামে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত বুধবার এলাকার হত দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যংকার আখলাকুল মাওলা বাহার, বিশিষ্ট আলেমেদ্বীন, বাংলাদেশ ইমাম সমিতি সিলেট জেলার সম্মানিত সহ-সভাপতি, সিকন্দরপুর স্কুল মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, সিকন্দরপুর কদমতলী জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা আশিকুর রহমান সহ এলাকার মুরব্বিয়ানবৃন্দ।
হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি দেশের সকল সদস্যদের উপস্থিতিতে রাউতকান্দি ও সিকন্দরপুর গ্রামের হত দরিদ্র ১০০ পরিবারে মাঝে প্রায় ১২ কেজি করে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য বলেন, আল মনির ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান হাফিজ মাওলানা আশরাফুল মৌলা প্রবাসে থেকেও দেশের মানুষের কথা ভুলে যাননি। তিনি তার এলাকার হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে সব সময়ই আন্তরিক। এরই ধারাবাহিকতায় এবার ঈদের খুশি ভাগাভাগি করতে হাফিজ মাওলানা আশরাফুল মৌলা আন্তরিক প্রচেষ্টায় ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। এজন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক এই কামনা করি।