ইত্তেহাদুল কুররা বাংলাদেশ অনুমোদিত গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে মাস ব্যাপী কেরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ এপ্রিল রবিবার বিকেলে কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে এ রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্ট ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে নগদ অর্থ ও খেজুর বিতরণ করা হয়।
আমিনুল ইসলাম আফছরের সভাপতিত্বে ও কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা আবু আইয়ুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হোমায়দী। বিশেষ অতিথি ছিলেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ইসলামি ইউনিভার্সিটির অধ্যাপক মাওলানা সাদিক মোঃ ইয়াকুব আল আজহারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, মাওলানা আলা উদ্দিন মোবারক, রুহুল আমিন আকন্দ, দেওয়ান সুন্নতুল হক, সাংবাদিক জাকারিয়া তালুকদার।
গতকাল ৭ এপ্রিল রবিবার বিকেলে কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে এ রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্ট ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে নগদ অর্থ ও খেজুর বিতরণ করা হয়।
আমিনুল ইসলাম আফছরের সভাপতিত্বে ও কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা আবু আইয়ুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হোমায়দী। বিশেষ অতিথি ছিলেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ইসলামি ইউনিভার্সিটির অধ্যাপক মাওলানা সাদিক মোঃ ইয়াকুব আল আজহারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, মাওলানা আলা উদ্দিন মোবারক, রুহুল আমিন আকন্দ, দেওয়ান সুন্নতুল হক, সাংবাদিক জাকারিয়া তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আশরাফুল ইসলাম রাহী। প্রতি বছরের ন্যায় এবারও এ রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্টের অর্থায়নে সুবিধা বঞ্চিত প্রায় ৪ শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান ও খেজুর বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথি প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হোমায়দী বলেন, আল্লাহ তা‘আলা প্রত্যেক মুসলমানের উপর বিশুদ্ধ ভাবে কুরআন শিক্ষা করা ফরজ। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। বিশুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন তিলাওয়াত করতে হলে কেরাত প্রশিক্ষণে বিকল্প নেই। তিনি শিশু-কিশোরদেরকে কেরাত প্রশিক্ষণ গ্রহণে এবং সবাইকে কোরআন শিক্ষা ও খেদমতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।